পাটমন্ত্রীর এপিএসসহ পাঁচজন চাঁদাবাজি মামলায় গ্রেফতার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৮:২৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয়দানকারী কামরুজ্জামান হীরাসহ পাঁচজনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৫ জুন) দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে চাঁদাবাজির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন অটো ডায়মন্ড ব্রিকসের ম্যানেজার সাব্বির।

অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জের ওপর দিয়ে অটো ডায়মন্ড ব্রিকস টাইলস যাওয়ার সময় একটি পরিবহনে চাঁদা দাবি করেন হীরাসহ পাঁচজন। টাকা না দিয়ে কোনো টাইলস এ পথে যেতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে এ ঘটনায় ম্যানেজার সাব্বির থানায় অভিযোগ দায়ের করেন।

পাটমন্ত্রীর এপিএস গ্রেফতারের বিষয় জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, চাঁদাবাজির অভিযোগে হীরাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি কোম্পানির গাড়ি যাওয়ার সময় সেটি আটকে চাঁদা দাবি করেছেন এবং টাকা ছাড়া কোন মালামাল যেতে দেবেন না বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us