রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬

ঢাকা টাইমস প্রকাশিত: ০৪ জুন ২০২০, ২০:৪০

রাজবাড়ী সদর উপজেলায় কবরস্থানের পুকুর ইজারা দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধরা হলেন- ফরহাদ হোসেন (২৫) এবং মধু সরদার (৪২)। অপর আহতরা হলেন- সরিফ মোল্লা, সবুজ, পলাশ ও ফরহাদ হোসেনসদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বৃহস্পতিবার আবার সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, পুকুর লিজ দেয়া ও আধিপত্য বিরাজ নিয়ে আগেও সংঘর্ষ হয়েছে। থানা পুলিশ এ বিষয়ে অবগতি আছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাপ্রসাদপুর গ্রামের কবরাস্থানের পুকুর ইজারা দেয়া নিয়ে এ ঘটনা ঘটে। মালিকবিহীন অথচ কবরাস্থনের দায়িত্বে থাকা একটি পুকুর এক বছর পরপর ইজারা দেয়া হয়। পুকুরের ইজারার টাকা গঙ্গাপ্রসাদপুর মসজিদ, কবরস্থান এবং মন্দিরের উন্নয়নের জন্য ব্যয় করা হয়। পুকুরটির একক মালিকানা না থাকার কারণে গঙ্গাপ্রসাদপুর কবরস্থান কমিটি পুকুরটি দেখভাল করেন। কবরস্থানের কমিটির সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা মারা গেলে কবরস্থান ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম পান্নুসহ অনান্যরা স্থানীয় বশির নামের এক ব্যক্তিকে লিজ দিলে এ ঘটনা নিয়ে ঈদের পূর্ব থেকে উত্তেজনা বিরাজ করে আসছিল। গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us