You have reached your daily news limit

Please log in to continue


ক্রিকেটারদের করোনা পরীক্ষার পরিকল্পনায় বিসিবি

ক্রিকেটকে আবার মাঠে ফিরিয়ে আনার লক্ষে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে যে খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয়ে তারা কোন রকম ঝুঁকি নিতে রাজি নয়। প্রানঘাতি এই ভাইরাসটি গোটা বিশ্বে বিশৃংখলতার সৃস্টি করেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, আমরা খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানোর কথা ভাবছি। কিভাবে এই পরীক্ষার কাজ সম্পাদন করা যায় তা নিয়ে ভাবছে সংশ্লিষ্ট বিভাগ। আমরা জানি এই ভাইরাস কতটা ভয়ঙ্কর। তাই খেলোয়াড়দের স্বাস্থ্যগত বিষয় নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চাই না’। যদিও ক্রিকেটাররা তাদের বাড়ীতেই সময় কাটিয়েছে এবং লকডাউন চলাকালে বোর্ডের গাইডলাইন অনুসরণ করেই অনুশীলন করেছে। তারপরও কোন রকম ঝুঁকিতে না থাকার লক্ষ্যেই বোর্ড পরীক্ষা করানোর চিন্তা করছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নিরাপত্তার স্বার্থে খেলোয়াড়দের পরীক্ষার আওতায় আনাটা জরুরী। তখন তারা নিজেরাও নিরাপদ বোধ করবে’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন