মিসাইলের আঘাত এড়াতে সক্ষম বিমান পাচ্ছেন নরেন্দ্র মোদি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৭:০৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এবার মিসাইল নিরোধক দুটি বোয়িং-৭৭৭ বিমান আসছে ৷ মোদির নিরাপত্তার কথা ভেবেই এ দুটি বিমান আনা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আসছে আগস্টের শেষে প্রথম বোয়িং-৭৭৭ বিমানটি যুক্তরাষ্ট্র থেকে আসবে। এর পরের মাসেই আসবে আরও একটি বিমান।

বিমান দুটিতে অত্যাধুনিক কিছু ব্যবস্থা থাকবে। সেলফ প্রোটেকশন স্যুটসের পাশাপাশি এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টারমেসার্স, কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম থাকবে। অত্যাধুনিক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটও থাকছে বিমানগুলোতে। এসব অত্যাধুনিক ব্যবস্থা বিমানগুলোকে যেকোনো ধরনের মিসাইলের আক্রমণ থেকে রক্ষা করতে পারবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান-এর আদলেই তৈরি হচ্ছে নরেন্দ্র মোদির এই দুটি বোয়িং-৭৭৭ বিমান। তবে প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু সফর করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us