মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউপির সানাইল মৌজায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ল কৃষকের স্বপ্ন। চলতি বোরো মৌসুমে প্রায় ২০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। যে সময়ে কৃষক হাসি মুখে ধান ঘরে তোলার কাজে ব্যস্ত থাকার কথা, সে সময়ে তারা ধানক্ষেতে বসে আহাজারি করছেন।