সিলেটের এসপির কার্যালয়সহ ১১ থানায় জীবাণুনাশক টানেল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৭:০২

করোনাভাইরাস থেকে পুলিশ সদস্য এবং জনসাধারণকে সুরক্ষিত রাখার অংশ হিসেবে সিলেটের পুলিশ সুপার (এসপি) কার্যালয়সহ ১১টি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সিলেট জেলা পুলিশের উদ্যোগে সোমবার জীবাণুনাশক টানেলটি চালু করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের পরিকল্পনা ও উদ্যোগে সোমবার (০১ জুন) পুলিশ সুপার কার্যালয়সহ জেলার ১১ থানায় একযোগে স্বয়ংক্রিয় এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা তৈরিসহ হোম কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, আক্রান্তদের হাসপাতালে পাঠানোসহ নানা কাজ করছে সিলেট জেলা পুলিশ। এছাড়া লকডাউনের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। করোনাকালে পুলিশের এরকম মানবিক কাজ যেন পুলিশ সম্পর্কে মানুষের সব ধারণা বদলে দিয়েছে। মানুষের জন্য এসব কাজ করতে গিয়ে নিজের অজান্তে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেক পুলিশ সদস্য।

সারা দেশে ইতোমধ্যেই পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাযুদ্ধে মারা গেছেন ১৫ জন পুলিশ সদস্য। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা পুলিশে কর্মরত অর্ধশতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসার পাশাপাশি অন্য সদস্যদের সুরক্ষিত রাখতে ইতোমধ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে জেলা পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us