সিরাজগঞ্জের বেলকুচিতে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল মতিন মল্লিক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তামাই গ্রামে পীর হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার সকালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বেলকুচি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৯ মে পীর আব্দুল মতিনের নমুনা সংগ্রহ করা হয়। তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসার বিষয়িটি গত সোমবার রাতে জানা যায়। ওই রাতেই তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। যথাযথ নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাদ জোহর নিজ গ্রামে আব্দুল মতিনকে দাফন করা হবে বলেও জানায় স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি তাকে নিশ্চিত করেছেন। তিনি শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়বেটিসসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু হলো।