রাজধানীর মহাখালী, যাত্রাবাড়ীসহ ১৭ স্থানে করোনার সংক্রমণ বেশি

এনটিভি প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৯:২০

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল সোমবার পর্যন্ত আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৭২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে গতকাল পর্যন্ত নতুন করে আরো দুই হাজার ৩৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে রাজধানী ঢাকায় সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। রাজধানীতে এ পর্যন্ত মোট ১৬ হাজার ৬৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। যা মোট আক্রান্তের ৫০ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে রাজধানীর মহাখালী, যাত্রাবাড়ি, কাকরাইল, মিরপুরসহ ১৩টি স্থানে করোনা সংক্রমণের চিত্র ভয়াবহ। রাজধানীতে সর্বাধিক আক্রান্ত এলাকাগুলোর মধ্যে এগুলো অন্যতম।

আজ মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে সর্বাধিক রোগী রাজধানীর মহাখালীতে। সেখানে ৪০৮ জন রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে যাত্রাবাড়ী। সেখানে ৩৫৪ জন, মোহাম্মদপুরে ৩৩৯ জন, মুগদায় ৩৩০ জন, মিরপুরে ৩৬৯ জন,কাকরাইলে ২৯৯ জন, উত্তরায় ৩১৫ জন,ধানমণ্ডিতে ২২৭ জন, মগবাজারে ২২৭ জন, রাজারবাগে ২১৫ জন, তেজগাঁওতে ২১২ জন, লালবাগে ১৮১ জন, মালিবাগে ১৪৪ জন, ক্ষিলগাঁওতে ১৮৮ জন, বাবুবাজারে ১৬১ জন, বাড্ডায় ১৬৭ জন, গুলশানে ১৩০ জন ও ওয়ারীতে ১০৫ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us