জুলাইয়ে খুলতে পারে মালয়েশিয়ার শ্রম বাজার

ইত্তেফাক প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৯:৫২

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সব দেশেই লকডাউন বা কারফিউ জারি করেছে সরকার। এমন পরিস্থিতিতে বন্ধ রয়েছে বেশির ভাগ মিল-কারখানা ও আন্তর্জাতিক বিমান চলাচল। এরইমধ্যে এক সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, লকডাউন শেষে আগামী জুলাই থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে পারে সে দেশের সরকার। রবিবার (৩১ মে) সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেই সঙ্গে তিনি জানান, সেক্ষেত্রে দেশটিতে বাংলাদেশের কর্মী পাঠাতে সরকার পুরো প্রস্তুত রয়েছে এবং সেদেশের সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী আশা করছেন, ‘আগামী জুলাই থেকেই মার্কেট খুলে দিতে পারে। লেবার মার্কেট যেদিন খুলবে, আমি সব কিছু নিয়েই তৈরি আছি, এরমধ্যে সব প্রটোকল গুলো যদি আমরা একসঙ্গে করে নিতে পারি তাহলে যেদিন লেবার মার্কেট খুলবে সেদিনই আমরা রেডি আছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us