ধোনির অবদানেই অধিনায়ক হয়েছেন কোহলি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১০:২৬

ভারতের ক্রিকেট মহলে প্রায়ই শোনা যায় মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মধ্যকার দ্বন্দ্বের কথা। দুই সময়ের দুই অধিনায়ককে ঘিরে মুখরোচক সব গল্প বের হয় প্রায়ই। তবে সেসবের যে কোন ভিত্তি নেই, তার প্রমাণও মিলেছে বারবার। এই তো সবশেষ কোহলি সাফ জানিয়ে দিলেন, তার অধিনায়ক হওয়ার পেছনে বড় অবদান রয়েছে মহেন্দ্র সিং ধোনির। যার সঙ্গে খেলে অধিনায়কত্বের প্রথম পাঠটা মাঠ থেকেই পেয়ে গেছেন কোহলি। ধোনির সঙ্গে টানা কয়েকবছর আলোচনার মাধ্যমে অধিনায়কত্বের আত্মবিশ্বাসটাও পেয়েছেন তিনি।

২০১৪-১৫ মৌসুমে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের মাঝামাঝি সময়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। তখনই প্রথমবারের মতো অধিনায়কত্ব পান কোহলি। পরে ২০১৭ সালের শুরুতে ধোনি দায়িত্ব ছেড়ে দিলে তিন ফরম্যাটের অধিনায়ক হয়ে যান কোহলি। এর পেছনে অবলীলায় ধোনির অবদান স্বীকার করে নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক লাইভ সেশনে নিজের অধিনায়কত্ব শুরুর ব্যাপারে কথা বলেছেন কোহলি। তখন স্বাভাবিকভাবেই চলে আসে ধোনির কথাও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us