ভার্চুয়াল শপথের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় রাতে সুপ্রিম কোর্টে ডেকে আবারও ১৮ বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার (৩০ মে) রাত পৌনে ১০ টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের নতুন করে শপথ পড়ানো হয়।সুপ্রিম কোর্টের একাধিক সু্ত্র বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বিকেলে এই ১৮ বিচারপতিকে ভার্চুয়ালি শপথ পড়ানো হয়েছিল।সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো: রিয়াজ উদ্দিন খান, মো: খায়রুল আলম, আহমদ সোহেল, সরদার মো: রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।এর আগে গতকাল (২৯ মে) দুই বছর ধরে অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা ১৮ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।