পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ত্রিভুজ’। যা পরিচালনা করছেন দেশের আলোচিত তিন নির্মাতা। তারা হলেন- ‘ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর দীপন, ‘আবার বসন্ত’ নির্মাতা অনন্য মামুন এবং ‘দেশা দ্য লিডার’ দিয়ে আলোচিত সৈকত নাসির।সবকিছু চূড়ান্ত। ‘ত্রিভুজ’ নির্মাণ শুরু হবে জুনের প্রথম সপ্তাহ থেকে।
পরিচালক দীপংকর দীপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে জীবনগুলো আমাদের পর্দায় সেভাবে আসে না, এগুলো নিয়েই চলচ্চিত্রটি। প্রায় এক মাস ধরে ছবিটি নিয়ে আমাদের কথাবার্তা চলছিল। অবশেষে আমাদের পাণ্ডুলিপি চূড়ান্ত করতে পেরেছি।’সাধারণত যৌথ পরিচালিত ছবিতে দুজন নির্মাতাকে পাওয়া যায়।
তিনজন একসঙ্গে কাজ করা প্রসঙ্গে দীপন বলেন, ‘ছবিতে তিনবাহু। মূলত ত্রিভুজের তিন বাহু নিয়ে আমরা কাজ করেছি। তাই তিনজন। গত কয়েকদিন এটাই মেলানোর চেষ্টা চলছিল। তবে গল্প একটাই। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে। প্রি-প্রডাকশনের বেশিরভাগ কাজ আমরা অনলাইনে বসে করছি। আর শুটিং করবো জুনে। পুরো বিষয়টি শতভাগ পরিকল্পনা করে খুব অল্প সময়ের মধ্যে দৃশ্যধারণ শেষ হবে। ইচ্ছে আছে কোরবানির ঈদে ইউটিউবে এর মুক্তি দেওয়ার।’