পঙ্গপাল নিয়ে বিতর্কিত টুইট, ট্রোলের মুখে অ্যাকাউন্ট ডিলিট জাইরার
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৭:২০
ভারতে পঙ্গপাল হামলা পাপের ফল। আল্লাহর রোষে এই পরিণতি, কর্মফল। কোরানের একটি ‘আয়াত’ উল্লেখ করে এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী জাইরা ওয়াসিম। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন সিক্রেট সুপারস্টার অভিনেত্রী।
পঙ্গপাল সম্পর্কে কোরআনের একটি ‘আয়াত’ উল্লেখ করে জাইরা লেখেন মানুষের খারাপ কাজের জন্যই বন্যা, পঙ্গপাল হানা বা অন্য প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। সেই টুইটকে অনেকেই হিন্দু-বিরোধী টুইট ঘোষণা করে ট্রোল করেন জাইরাকে। এরপর তড়িঘড়ি সেই টুইট মুছে ফেলেন জাইরা,পরে নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দেন।
বৃহস্পতিবার (২৮ মে) পঙ্গপাল হানা নিয়ে একটি টুইট করে বিতর্কে জড়ান জাইরা। এরপর সেই বিতর্কিত টুইটি ডিলিটও করে দেন তিনি।