রাশিয়ার জেএসসি কোম্পানি এলরনের সঙ্গে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ চুক্তি শুক্রবার বিকেলে সম্পাদিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার এই কোম্পানির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও পাবনার রূপপুর প্রকল্পের ‘পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেলের (এনএসপিসি) মধ্যে এই চুক্তিটি হয়।
দুই হাজার চারশ কোটি টাকা ব্যয়ে রাশিয়ার জেএসসি এলরন কোম্পানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ করে দেবে।