সিলেটে করোনায় নার্সিং কর্মকর্তার মৃত্যু, সংক্রমিত ১৩ র্যাব সদস্য
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১০:১৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের রুহুল আমিন নামে এক নার্সিং কর্মকর্তা (ব্রাদার) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনি প্রথম নার্সিং কর্মকর্তা। এছাড়াও র্যাবের ১৩ সদস্য করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রুহুল আমিন এই হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন।
নার্সিং কর্মকর্তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, করোনা আক্রান্ত হয়ে তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে তিনি মারা যান।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, রুহুল আমিন নার্সিং কর্মকর্তা হিসেবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কর্মরত ছিলেন। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হন। দায়িত্বরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম ব্রাদার (নার্স) হিসেবে মারা গেলেন তিনি।