You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ থেকে পাকিস্তানকে ছিটকে দিতেই ইচ্ছে করে হেরেছিল ভারত!

খেলোয়াড়ি জীবন শেষ না হতেই আত্মজীবনী লিখে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন বেন স্টোকস। তার বই ‘অন ফায়ার’-এ উঠে এসেছে নানা ধরনের বিতর্কিত ব্যাপার-স্যাপার। যার একটি নিয়ে এখন রীতিমত তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। আত্মজীবনীর একটি অংশে স্টোকস ইঙ্গিত করেন, গত বিশ্বকাপে পাকিস্তানকে বাদ করতে ইংল্যান্ডের কাছে ইচ্ছে করেই হেরেছিল ভারত। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডারের এমন কথায় স্বভাবতই প্রতিক্রিয়া হওয়ার কথা পাকিস্তানে। সেটা হচ্ছেও। পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দর বখত সামিজক যোগাযোগমাধ্যম টুইটারে স্টোকসের বইয়ে লেখা প্রসঙ্গ তুলে বলেছেন, গত বছর বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করতে ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছিল ভারত। এমনকি যুক্তি পোক্ত করতে তিনি একটি পুরনো ভিডিও শেয়ার করেন টুইটারে। তবে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের এমন মন্তব্যের পর কিছুটা পিছুটান দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার দাবি, বইয়ে লেখার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। স্টোকস বলেন, ‘আমার লেখার ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং কথা ঘুরিয়ে দেয়া হচ্ছে। আপনারা বইয়ে এই লেখা পাবেন না। কারণ আমি এ ধরনের কোনও কথা বলিনি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন