করোনা সংক্রমণের মধ্যে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিকদের অবৈধভাবে চাকুরীচ্যুত করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। শুক্রবর এক বিবৃতিতে তারা বলেন, ‘অধিকাংশ সাংবাদিকের বেতন মাসের পর মাস বকেয়া থাকায় এ পত্রিকার সাংবাদিকরা মানবেতর জীবন-যাপন করছেন।
করোনা দুর্যোগের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রতিষ্ঠানে ছাঁটাই বা লে অফ না করার নির্দেশনা দিয়েছেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও এ বিষয়ে গণমাধ্যম মালিকেদের সতর্ক করেছেন। কিন্তু এ দুর্যোগের মধ্যে সরকারের এসব নির্দেশনা পাশ কাটিয়ে মানবকণ্ঠ কর্তৃপক্ষ অমানিবক রসিকতায় মেতে উঠেছে। পদদলিত করছে দেশের শ্রম আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা।
বিবৃতিতে নেতারা অবিলম্বে মানবকন্ঠের সাংবাদিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং পত্রিকার অভ্যন্তরে বিরাজমান অসন্তোষ দুর করার আহ্বান জানিয়ে বলেন, ‘অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন।’