আলজেরিয়ায় লকডাউন বাড়ল আরো ১৫ দিন

সমকাল প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৭:৩৮

আলজেরিয়ায় লকডাউনের মেয়াদ বেড়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় নয় হাজার। সংখ্যাটা অন্তত এর মধ্যে সীমাবদ্ধ রাখতে ৩০ মে থেকে ফের প্রায় দুই সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। খবর এএফপির।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, কভিড-১৯ মহামারির পরিস্থিতি বিবেচনা করে বৈজ্ঞানিক কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বোনে লকডাউন বাড়ানোর ব্যাপারে সায় দেন। সরকারও তাতে সাড়া দিয়ে ৩০ মে থেকে ১৩ জুন পর্যন্ত ১৫ দিনের জন্য লকডাউনের সময় বাড়িয়েছে।

রাজধানী আলজিয়ার্সসহ ১৬টি প্রদেশে আংশিকভাবে লকডাউন থাকবে বিকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এবং অন্য প্রদেশে লকডাউন চলবে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত। নাগরিকদের মাস্ক পরার পাশাপাশি পরিচ্ছন্ন থাকবে এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us