স্বাধীনতার জন্য তাইওয়ানের লড়াই অন্য কোনো উপায়ে থামাতে না পারলে হামলা চালাবে চীন। চীনের সেনাবাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের একজন আজ শুক্রবার এ কথা বলেছেন।
চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য লি জুয়োচেং বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনীকে কাজে লাগানো হতে পারে। িতিনি এও বলেন, ২০০৫ সালের আইন অনুসারে যদি চীন মনে করে তাহলে তাইওয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর দ্বারা আক্রমণ চালাতে পারবে।