মুখে মাস্ক, ঠোঁট না রাঙিয়ে চোখ সাজাচ্ছেন নারীরা!

আরটিভি প্রকাশিত: ২৯ মে ২০২০, ১১:২৯

লিপস্টিককে বলা হয় নারীদের সবচেয়ে পছন্দের মেকআপ সঙ্গী। অন্য কোনও সাজগোজ না করলেও ঠোঁটজোড়া একটু রাঙিয়ে নিতে ভালোবাসেন নারীরা। কিন্তু সেই ঠোঁটের সাজে এখন বাধা করোনাভাইরাস। তাই চোখ সাজানোর দিকে নজর দিচ্ছেন নারীরা।

করোনার কারণে এখন বাইরে বের হলে পরতে হবে মাস্ক। লকডাউনের মধ্যে জরুরি পরিষেবার যে সব অফিস খুলেছে, সব জায়গায় বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। লকডাউন উঠে গেলেও দীর্ঘদিন এখন যে ফেসমাস্ক ছাড়া বাইরে বেরনো যাবে না তা স্পষ্ট। এই অবস্থায় কমেছে লিপস্টিকের ব্যবহার। লিপস্টিক বিক্রিতেও তার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন লিপস্টিকের ব্যবহার বেশ কমেছে, চাহিদা বেড়েছে চোখ সাজানোর উপাদানগুলোর।

মেকআপ কোম্পানিগুলোও সেই কারণে লিপস্টিকের বদলে আই মেকআপের দিকে নজর দিচ্ছে। মাস্কে মুখ ঢাকা থাকলেও খোলা থাকছে চোখদুটো। তাই বাইরে বেরনোর আগে সেটাকেই সুন্দর করে সাজাতে চাইছেন নারীরা। লিপস্টিক, লিপলাইনার, লিপজেলের বদলে এখন বাজারে বেশি করে আইলাইনার, মাসকারা, আইশ্যাডো নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন কসমেটিকস কোম্পানি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us