'আমাগির খাওয়ার থালও রাখি যায়নি'

সমকাল প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৯:৩২

'ঘূর্ণিঝড় আম্পান সব ভাসায় নিয়ে গেছে। আমাগির খাওয়ার থালও রাখি যায়নি। বানের সাথে এখন আমাগির বাস করতি হতিছে। সবখানে নদীর জল। রান্না করার জো নেই। শেখের বেটিরে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলতিছি, আমাগির নদীর বাঁধ একটু বান্দি দাও। ঝড়ে যেন আর এমন সর্বনাশ করতি না পারে।'

আম্পানে লণ্ডভণ্ড হয়ে যাওয়া সাতক্ষীরা উপকূলবর্তী আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকার সত্তরোর্ধ্ব দিলীপ কুমার বাছাড় এভাবেই আকুতি জানান। আম্পানের ভয়াল থাবায় কপোতাক্ষ তীরবর্তী প্রতাপনগর ইউনিয়নের ১৭টি গ্রামের বাসিন্দারের দিলীপ কুমার বাছিড়ের মতো দশা। কারণ, বাঁধ ভেঙে এসব গ্রামের ওপর দিয়ে এখন বয়ে যাচ্ছে জোয়ার-ভাটা।

সরেজমিনে দেখা গেছে, খাবার ও সুপেয় পানির খোঁজে গ্রাম থেকে গ্রামে ছুটছে দুর্গত এলাকার মানুষ। আশ্রয়ের জায়গাটুকুও নেই। শ্রিউলা ইউনিয়নের বাঁধ ভেঙে কয়েক হাজার মানুষের ঘরে কোমরপানি। জোয়ারের পানি হু-হু করে বাড়ছে। পানি যাচ্ছে সড়কের ওপর দিয়ে। অনেকে খেয়ে না-খেয়ে মানবেতর জীবনযাপন করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us