র‌্যাবের অভিযানে দেড় কোটি টাকার হিরোইন উদ্ধার, আটক ২

আরটিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ২১:২৪

সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে র‍্যাব-২। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে এক দম্পতিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ওলিয়র রহমানের মালিকাধীন বাড়িতে এক ভাড়াটিয়ার ঘর তল্লাশী করে ৮৩০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। এর আগে সাভারে বাসস্ট্যান্ড থেকে মাদকের চালান সরবরাহ করার সময় ৭৭০ গ্রাম হিরোইন জব্দ করা হয়।

আটককৃত দম্পতিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হযরত আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে সবুজ ও একই গ্রামের বাসিন্দা তার স্ত্রী নাজমা আক্তার।

এ বিষয়ে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার ফজলুল হক ফারুকী জানান, নিজেদের বিভিন্ন পরিচয়ের আড়ালে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিলো এই দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাভারে বাসস্ট্যান্ডে হিরোইনসহ আটক করি। পরে তাদের তথ্যমতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার তাদের নিজ কক্ষে তল্লাশী চালিয়ে আরও হিরোইন উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় এক কেজি ৬০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us