You have reached your daily news limit

Please log in to continue


বিএসবিএ হাসপাতালে করোনা চিকিৎসা চালুর পরিকল্পনা

করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে ভাটিয়ারীর বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালকে বিশেষায়িত করোনা চিকিৎসাকেন্দ্র হিসেবে চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ৬ তলার ১০০ শয্যার হাসপাতালটি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, হাসপাতালের পরিচালক মঈন শাহ এমরান, রাশেদুল আমীন, সীতাকুণ্ড থানার সার্কেল এসপি শম্পা সাহা, অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা প্রমুখ। স্থানীয় জনগণ মনে করেন হাসপাতালটি যদি করোনা রোগীদের জন্য নেওয়া হয় তাহলে এলাকার মানুষের বড় উপকার হবে। এ মুহূর্তে সীতাকুণ্ড হচ্ছে করোনার হট স্পট। সীতাকুণ্ডে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন