দুইমাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

ইত্তেফাক প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৬:৫৬

করোনার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি দুইমাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতের নাসিক থেকে পেঁয়াজের প্রথম একটি বড়ো চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি দিনাজপুরের হিলি রেলস্টেশন আসে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। হিলি স্থলবন্দরের আমদানীকারক শহীদুল ইসলাম শহীদ জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সঙ্কট দেখা দেয়। ফলে দাম বাড়তে থাকে।


এ অবস্থায় গত ২২ মে ভারত থেকে পেঁয়াজ আমদানী করার জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে মালবাহী ট্রেনটি ৪২টি বগিতে ১৭০০ মেট্রিকটন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়। আরও পড়ুন: গাছ কেটে বেচে দিলেন বিদ্যালয়ের সভাপতি, অভিযোগের পরও নীরব পুলিশ তিনি আরও জানান, সব খরচসহ ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ২১-২২ টাকা। আর প্রকারভেদে ২৩-২৭ টাকায় ব্যবসায়ীদের কাছে পাইকারী বিক্রি করা হচ্ছে। কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় চালানটি দেশে আসবে। ইত্তেফাক/এসি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us