নরসিংদীতে নতুন শনাক্ত ৪৬, আক্রান্ত বেড়ে ৪৫৫

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৭:০১

নরসিংদীতে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৫ জনে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. ইব্রাহীম। সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ২০১ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার রাতে সেসব নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।


এরমধ্যে সদর উপজেলার ৩৪ জন বাকিরা অন্য উপজেলার। সিভিল সার্জন মো. ইব্রাহীম বলেন, সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এ পর্যন্ত করোনায় মারা গেছেন পাঁচজন, সুস্থ হয়েছেন ১৭০ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us