নিরাপত্তা পরিষদে বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, চীনের প্রত্যাখ্যান

আরটিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৫:৪৮

হংকং ইস্যুতে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অধিবেশন আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। আজ বৃহস্পতিবার (২৮ মে) এ খবর প্রকাশ করেছে এএফপি।

হংকংয়ের বিষয়ে চীন যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচানার প্রস্তাব করা হয়। প্রস্তাবে বলা হয়, চীনের এই অবস্থানের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে। তাই এ ব্যাপারে চীনের অবস্থান ব্যাখা করতে নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজন করতে হবে।

এর জবাবে, জাতিসংঘে নিযুক্ত চীনের বিশেষ প্রতিনিধি ঝাং জুন বুধবার (২৭ মে) এক টুইটার বার্তায় জানান, নিরাপত্তা পরিষদের বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা সম্পূর্ণ ভিত্তিহীন। হংকংকে চীনের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আনার বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ। এ বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক প্রয়োজন নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us