চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে কতটা প্রস্তুত ভারত?

আরটিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৫:৫১

ডোকলাম নিয়ে ভারত ও চীন বিবাদ শুরু হয়েছিল ২০১৭ সালে। সে সময় কূটনৈতিক স্তরে সমঝোতা হয়েছিল দুইপক্ষের। এরপর কেটে গেছে তিন বছর। এবার লাদাখসহ একাধিক সীমান্ত এলাকায় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে বিরোধের সূত্রপাত। সীমান্তে সংঘাতের এই বাতাবরণ ঘিরেই উত্তেজনা বাড়ছে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দেয়ায়। চীনকে টক্কর দিতে কতটা তৈরি ভারত? এক নজরে দেখে নেয়া যাক ভারত বিপুল অস্ত্র সম্ভার। খবর আনন্দবাজারের।

ভারতের স্থলবাহিনী খুব গুরুত্বপূর্ণ। সেনা রয়েছে ১২ লাখ ৩৭ হাজারেরও বেশি। এছাড়া সংরক্ষিত বাহিনী রয়েছে ৯ লাখ ৫০ হাজারেরও বেশি।

অটোম্যাটিক কালাশনিকভ সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল ছাড়াও, ভারতের হাতে রয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের সম্ভার। তার মধ্যে রয়েছে টি ৯১ অ্যাসল্ট রাইফেল, কার ৮১৬, টিআরজি এম ১০, এম ২৪৯, বিভিন্ন মডেলের মেশিন গানসহ বহু আগ্নেয়াস্ত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us