আড়াই কোটিতে নতুন মার্সিডিজ গাড়ি

ঢাকা টাইমস প্রকাশিত: ২৮ মে ২০২০, ১২:৩১

অবশেষে ভারতে লঞ্চ হল নতুন মার্সিডিজ-এএমজি জিটি আর। ভারতে এই গাড়ির দাম ২.৪৮ কোটি রুপি। বিদেশে এই গাড়ি তৈরি করে ভারতে আমদানি করছে জার্মান কোম্পানিটি। পুরনো মডেলের সঙ্গে নতুন মডেলের ডিজাইনে খুব বেশি পার্থক্য নেই। যদিও নতুন ভার্সনে পারফর্মেন্সে দারুন উন্নতি হয়েছে।

বাইরে থেকে এই গাড়ির পুরনো ও নতুন ভার্সন দেখে চেনা কঠিন। ইতিমধ্যেই ভারতে ২০২০ মার্সিডিজ এএমজি জিটি আর বিক্রি শুরু হয়েছে। নতুন ভার্সনে এই গাড়িতে আপডেটেড বাম্পারের সঙ্গেই রয়েছে এলইডি হেডলাইট। থাকছে কার্বোন ফাইবার উইং। কেবিনেও এই গাড়িতে খুব বেশি পার্থক্য পাওয়া যাবে না।

নতুন গাড়িতে থাকছে ৪ লিটার বাই-টার্বো ভি এইট ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৫৭৭ বিএইচপি শক্তি এবং ৭০০ নিউটন মিটার টর্ক পাইয়া যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us