You have reached your daily news limit

Please log in to continue


করোনায় ঢাকা ও চট্টগ্রামে মৃত্যু বেশি

সারা দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১০ জন করে মারা গেছেন। বাকি দুজন সিলেট বিভাগের। দেশে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৪১ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন সাত হাজার ৯২৫ জন। ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকা বিভাগের ১০ জনের মধ্যে ঢাকা সিটিতে পাঁচজন এবং সিটির বাইরে ঢাকা জেলায় তিনজন রয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জে একজন ও নরসিংদীতে একজন রয়েছেন। চট্টগ্রাম বিভাগের ১০ জনের মধ্যে চট্টগ্রাম জেলায় দুজন, নোয়াখালীতে তিনজন, চাঁদপুরে দুজন, কুমিল্লায় দুজন ও কক্সবাজারে একজন রয়েছেন। এ ছাড়া সিলেট বিভাগে দুজন মারা গেছেন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন