করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নিয়মনীতির তোয়াক্কা না করে মাদারীপুর সদর থানায় প্রীতিভোজের আয়োজন করায় সমালোচনার ঝড় বইছে। ওই আয়োজনে অংশ নেন খোদ মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। শুধু তাই নয় প্রীতিভোজে অংশ নেন জেলার রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ীরাও। ঈদের দিন (সোমবার) দুপুরে সদর থানার সামনে লাল-নীল রঙয়ের কাপড়ে মোড়ানো প্যান্ডেলে এ প্রীতিভোজের আয়োজন করা হয়।
এরই মধ্যে প্রীতিভোজ অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। করোনা পরিস্থিতির মধ্যে পুলিশ বিভাগের এমন কর্মকাণ্ডে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ মে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি ঈদুল ফিতর উদযাপন নিয়ে একটি সভা করে। সভায় মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।