You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্যব্যবস্থা খারাপ হলে মৃত্যুর হার আরো বেশি হত : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মঙ্গলবার বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা যদি খুবই খারাপ হত তাহলে মৃত্যুর হার অন্যান্য দেশের মতো আরো বেশি হত। তিনি বলেন, ‘আজকের এই বৈশ্বিক মহামারী শুধু বাংলাদেশে নয়, এর কারণে উন্নত দেশগুলোও আজ নাস্তানাবুদ পরিস্থিতির শিকার।   সেখানে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। বেলজিয়ামের মতো দেশে মৃত্যুর হার ১৫ শতাংশ। ব্রিটেনে ১৪, আমেরিকায় ৬, ভারতে ৩ দশমিক ২, পাকিস্তানে ২ এর বেশি আর বাংলাদেশে এ হার ১ দশমিক ৪ শতাংশ। স্বাস্থ্যব্যবস্থা যদি খুবই খারাপ হতো, তাহলে মৃত্যুর হার অন্যান্য দেশের মতো আরো বেশিই হতো।’ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ-এর রজতজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘মহামারী মোকাবিলায় ঐক্য দরকার’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘এ মহামারীর জন্য বিশ্বের কোনো দেশই প্রস্তুত ছিল না। সব দেশে মহামারী মোকাবিলায়  সবার সম্মিলিত প্রচেষ্টা চলছে। অন্য দেশে বিরোধী দল পরামর্শ দিচ্ছে, কিন্তু অন্ধের মতো সমালোচনা করছে না।’ ‘কিন্তু দু:খের বিষয়, ঈদের দিনেও বিএনপি সমালোচনা আর বিদ্বেষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি,’ বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন