প্রোটিয়া সফর থেকেই অন্যরকম আচরণ শুরু করেন হাথুরু : মুশফিক
প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৪:১৬
বহুল আলোচিত-সমালোচিত কোচ চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের ক্রিকেটে এখনও আলোচিত। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনিও বাংলাদেশ দলের কোচ ছিলেন। কিন্তু তার মতো আর কোনো কোচকে নিয়ে এত কথা হয়নি। তার অধীনেই সেরা সাফল্যগুলো পেয়েছিল বাংলাদেশ। তার হুট করে চলে যাওয়াটা ছিল চরম অপেশাদারিত্ব। নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নিলেও গত বিশ্বকাপের পর এক অর্থে বিতাড়িত করা হয়েছে এই কোচকে। হাথুরুকে নিয়ে এবার মুখ খুললেন মুশফিক।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজটাই ছিল বাংলাদেশের হয়ে হাথুরুর শেষ সিরিজ। সেই সফরে চরম ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাতকারে মুশফিক বলেন, 'সম্ভবত আমরা একে-অপরকে বুঝতে পারিনি। সত্যি বলতে তেমন নির্দিষ্ট কোনো সমস্যা ছিল না। এটা সত্য, কিছু সময় তার বিরোধিতার পরও আমি সিদ্ধান্ত নিয়েছি। এর উল্টোটাও ঘটেছে। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি সম্পুর্ণ অন্যরকম আচরণ করেছেন। দলীয় বৈঠক ও অনুশীলনে তিনি খুব কম থেকেছেন। এটা দলের ওপর প্রভাব ফেলে। তখন আমি একা, কোনো সমর্থন পাইনি।'