লক্ষ্মীপুরে ঘুমন্ত মা ও দুই মেয়েকে অ্যাসিড নিক্ষেপ

আরটিভি প্রকাশিত: ২৬ মে ২০২০, ০৯:৩৯

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় মা ও তার দুই মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে উপজেলার কেরওয়া গ্রামে জানালা কাঁচ ভেঙ্গে তাদের ওপর এই অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

অ্যাসিড নিক্ষেপে ঝলসে যাওয়ারা হলেন মা আনোয়ারা বেগম ও তার দুই মেয়ে সুমাইয়া আক্তার (২৭) ও সুমি (২৫)।
জানায়, গেল রোববার রাতে খাওয়া-দাওয়া শেষ করে দুই বোন ও মা একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে জানালার কাঁচ ভেঙ্গে দুর্বৃত্তরা তাদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তাদের গলা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান আরটিভি অনলাইনকে জানান, মা ও মেয়েদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ছোট মেয়ে সবচেয়ে বেশি ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us