আরেক পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত

এনটিভি প্রকাশিত: ২৫ মে ২০২০, ১৩:২০

এই কিছুদিন আগে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটার জাফর সরফরাজ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এবার দেশটির সাবেক তারকা ওপেনার তৌফিক উমর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন।


তৌফিক উমর জানিয়েছেন, তাঁর শরীরে তেমন কোনো উপসর্গ ছিল না। একদিন রাতে শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। অস্বস্তি অনুভব করায় করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেন তিনি। রিপোর্ট পজিটিভ আসে।পাকিস্তানের হয়ে ওপেনিং ব্যাট করতেন তৌফিক। উইকেটকিপারও ছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে ২০০৪-২০০৫ মৌসুমে হাইভোল্টেজ সিরিজেও খেলেছেন এই ক্রিকেটার।
তৌফিকের সবচেয়ে বড় সাফল্য ২০০১ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন।

পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট ও ১২টি একদিনের ম্যাচ খেলেছেন তৌফিক উমর। টেস্টে তাঁর রান ২৯৬৩। একদিনের ক্রিকেটে ৫০৪। ২০১৪ সালে দুবাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার পাকিস্তানের জার্সিতে টেস্ট খেলেছিলেন তৌফিক। আর ২০১১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন। টেস্ট ক্রিকেটে পাকিস্তান দলের নির্ভরযোগ্য ওপেনার ছিলেন তিনি। তবে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us