You have reached your daily news limit

Please log in to continue


ব্যস্ততায় ঈদ পার করছেন না’গঞ্জের স্বাস্থ্যকর্মীরা

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের এ মহামারির মধ্যে ঈদ উপলক্ষে সবাই ছুটিতে পরিবারের সঙ্গে কাটালেও কর্মস্থলে ব্যস্ত সময় পার করছেন জেলার স্বাস্থ্যকর্মীরা।  সোমবার (২৫ মে) ঈদের দিন সকাল থেকেই দায়িত্ব পালনে ব্যস্ততা শুরু হয় স্বাস্থ্যকর্মীদের। সকাল থেকেই জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা করোনা হাসপাতাল, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত কার্যক্রম চালু রাখে। প্রতিবছর পরিবার-পরিজন নিয়ে ঈদ পালন করলেও এবার কর্মস্থলেই তাদের ঈদ পালিত হচ্ছে। এরমধ্যে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় কাজ করা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরেই পরিবার থেকে দূরে রয়েছেন। ঈদের দিনেও তারা আইসোলেট থেকে আক্রান্তদের সেবায় কাজ করে যাচ্ছেন।  জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, তিন মাস ধরে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মী দিন নেই রাত নেই অমানুষিক পরিশ্রম করে যাচ্ছেন। এদের না আছে কোনো শুক্রবার না আছে শনিবার। প্রতিটি দিন দেশের সব স্বাস্থ্যকর্মীরা এভাবে কাজ করে যাচ্ছেন। এবারের ঈদটা আসলে স্বাস্থ্যকর্মীরা দেশের জন্য উৎসর্গ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন