কখন করোনামুক্ত হবে বিশ্ব!

সমকাল প্রকাশিত: ২৪ মে ২০২০, ১৮:৩৪

আপাতত এ প্রশ্নের ঠিকঠাক জবাব দেয়ার মতো কেউ নেই। তবে বিজ্ঞানীরা বসে নেই। করোনায় বিধ্বস্ত বিশ্বকে রক্ষা করার জন্য নানা সম্ভাবনা আর সুযোগের অন্বেষায় নিরলস কাজ করে যাচ্ছেন তারা। তারই পরিপ্রেক্ষিতে একদল বিজ্ঞানী বিশ্ব করোনামুক্ত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন। আন্দাজে নয়, রীতিমতো কাগজে কলমে হিসেব করে তারা জানিয়েছেন এখবর।করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তিদের তথ্য দিয়ে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের গবেষকরা একটি গাণিতিক মডেল তৈরি করেছে যা ব্যবহার করে বিভিন্ন দেশ কবে করোনামুক্ত হবে তার পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো’র শনিবার প্রকাশিত প্রতিবেদনে বিশ্ব কবে   করোনামুক্ত হবে, তার দিন-তারিখ জানানো হয়।গণনা পর্যবেক্ষণ পদ্ধতিতে তৈরি ওই গাণিতিক মডেল অনুযায়ী ২৭ আগস্ট করোনামুক্ত হবে যুক্তরাজ্য।

এরপর ২৮ জুন সিঙ্গাপুর আর ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মুক্ত হবে বলে আভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসে জানানো হয়, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে পুরো বিশ্ব থেকে ১০০ ভাগ নিশ্চিহ্ন হয়ে যাবে মহামারি করোনাভাইরাস।এই পূর্বাভাসটি প্রকাশ পায় গত ৩০ এপ্রিল। ওপরের দিকে একটি বেল-আকৃতির বক্ররেখায় শিখর, ত্বরণ এবং হ্রাসসহ এই রোগের পূর্বাভাসের গতিপথ প্রদর্শিত হয়। তবে ভবিষ্যদ্বাণী করা এই বিজ্ঞানীরা অবশ্য বলেছেন যে তারিখগুলো সুনির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে।

ভিন্ন ভিন্ন দেশের বাস্তবতা ও পদক্ষপের কারণে তারিখ বদলাতেও পারে। এই পদক্ষপের মধ্যে রয়েছে বিধিনিষেধ জোরদারকরণ ও শিথিলকরণসহ এবং লকডাউনের স্থায়িত্ব।পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,  রোববার পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৭ হাজার ৪১৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৩৬৬ জনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us