You have reached your daily news limit

Please log in to continue


মহামারির মধ্যেই গলফ কোর্টে ট্রাম্প

করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণার পর প্রথমবার গলফ কোর্টে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে দেখাতেই তিনি এ কাজ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার হোয়াইট হাউস থেকে গাড়িবহর নিয়ে ওয়াশিংটনের উপকণ্ঠে নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সাদা পোলো শার্ট ও ক্যাপ পরে বেশ কিছুক্ষণ প্রিয় খেলায় মজেছিলেন তিনি। এর আগে সবশেষ গত ৮ মার্চ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের গলফ কোর্টে দেখা দিয়েছিল ট্রাম্পকে। ওই সপ্তাহেই নিজের মার-এ-ল্যাগো রিসোর্টে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। এর পরের সপ্তাহেই বোলসোনারের প্রেস সেক্রেটারি করোনা পজিটিভ শনাক্ত হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন