দক্ষিণ চট্টগ্রামের ৭ উপজেলার অর্ধশত গ্রামে রবিবার ঈদ

ইত্তেফাক প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৮:২১

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলার অর্ধশত গ্রামে রবিবার ( ২৪ মে) ঈদুল ফিতর পালিত হবে ।

সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবার শরীফ ও চন্দনাইশ উপজেলার কা ননগর শাহ্ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে সঙ্গতি রেখে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।

একাধিক সূত্র মতে,লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, পুটিবিলা ও উত্তর সুখছড়ী, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া,মির্জাখীল, বাংলাবাজার, মাইশা মুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কা না, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, ফকিরপাড়া, কেওচিয়া, শাহ্পুর, ঢেমশা, চরতী, বাঁশখালী উপজেলার গুনাগরি, কালিপুর, গন্ডামারা, মিনজীরিতলা, ছনুয়া, সাধনপুর, চন্দনাইশ উপজেলার কা ননগর, পশ্চিম এলাহাবাদ, উত্তর কা নগর আব্বাস পাড়া, পূর্ব এলাহাবাদ, সৈয়দাবাদ, মাইজপাড়া, হাশিমপুর, খুনিয়া পাড়া, দক্ষিণ হারলা, সাতবাড়িয়া, বরমা, বাইনঝুরি, কেশুয়া, কানাইমাদারী, দ. হাশিমপুর বড়পাড়া, ধোপাছড়ি, পটিয়া উপজেলার হাইদগাঁও, মঙ্গলার পাড়া, বাহুলী, কালারপুতুল, হরণা, সিয়ানপাড়া, বাতুয়া, আনোয়ারা উপজেলার তৈয়ারদ্বীপ, বুরুংছড়া এবং বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ, হরনদ্বীপসহ প্রায় অর্ধশত গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us