কমলাপুর খাঁ খাঁ, ফাঁকা সদরঘাট, অলস বাস টার্মিনাল

ঢাকা টাইমস প্রকাশিত: ২৩ মে ২০২০, ১২:২৩

ঈদের আগে বাসে-ট্রেনে-লঞ্চে করে ঘরে ফেরা মানুষের যাত্রার কোনো দৃশ্যই এবার নেই। নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে চলমান ছুটিতে বদলে গেছে ঈদের আগে চিরচেনা সেই দৃশ্য। যে দৃশ্য ভাবা যায় না। যে অকল্পণীয় দৃশ্য নিকটাতীত সময়ে দেখেনি কেউ।

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রেলস্টেশনে বাস টার্মিনাসে কিংবা লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের আনাগোনা না থাকায় এসব পরিবহন কেন্দ্রে অন্যবারের মতো বিভিন্ন প্রান্তে গমনেচ্ছু বাড়িমুখো মানুষের মহাঢলও নেই। ফলে খা খা করছে কমলাপুর স্টেশন কিংবা সদরঘাট লঞ্চ টার্মিনাল। আবার সায়েদাবাদ, মহাখালী, গাবতলির মতো বড় টার্মিনাসগুলোও এখন বিরান। গণপরিবহণ বন্ধ থাকায় হাজারো বাস অলস বসে আাছে এসব টার্মিনালে।

তবে এই অবস্থায়ও রাজধানী ছেড়ে যাচ্ছেন কেউ কেউ। গণপরিবহন শূন্য মহাসড়কে বিকল্প যানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। এমনকি মহাসড়কে অনেকেরই হেটে বাড়ি ফেরার খবর এসেছে সংবাদমাধ্যমে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us