ঝিনাইদহে ঘুর্ণিঝড় আম্ফানের দুদিন পরও জেলায় ৮০ ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শহর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও উপজেলা ও গ্রামাঞ্চল অন্ধকারে রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ের তান্ডবে পল্লী বিদ্যুতের প্রায় দু’শো পোল ভেঙ্গে পড়েছে। এতে করে ১ হাজার তার ছিঁড়েছে তার ছিঁড়েছে ও ৭ হাজার মিটার ভেঙ্গে গেছে। পিডিবির ৩০টি পিলার ভেঙ্গে পড়েছে। এছাড়াও তার ছিঁড়ে সঞ্চালন লাইনগুলো বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে গ্রামাঞ্চলের মানুষগুলো। চার্জ দিতে না পারায় মোবাইল ফোন বন্ধ থাকায় একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছে না। অতিরিক্ত অস্থায়ী লোক নিয়োগ কওে দ্রুত লাইন মেরামত করার পরামর্শ এলাকাবাসীর।