জরুরি প্রাণী খাদ্যের স্টিকারযুক্ত গাড়ি থেকে অস্ত্র-ইয়াবা জব্দ

বার্তা২৪ প্রকাশিত: ২২ মে ২০২০, ১৬:০৮

রাজধানীর আদাবরে কক্সবাজার থেকে আসা ডাব ও কাঁঠালভর্তি একটি পিকআপ ভ্যান থেকে দুটি দেশীয় বন্দুক ৬ রাউন্ড গুলি এবং ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে রাজধানীর আদাবর থানার রিং রোড হক সাহেবের গ্যারেজের সামনে র‍্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে অস্ত্র-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (২২ মে) দুপুরে র‍্যাব-২ কোম্পানির কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, গাজীপুরের মো. ওসমান (৩৭), শাহজাহান সরকার (৩৬), সেলিম সরকার (৪৫) ও ময়মনসিংহের বাসিন্দা নুর ইসলাম (৩৫)।

র‍্যাব বলছে, সাদা কাগজে 'জরুরী প্রাণী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত' স্টিকার সাঁটিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবার চালান গ্রহণ ও বহন করে ঢাকা ও গাজীপুরে সরবরাহ করে আসছিল চক্রটি। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে কাঁচামাল পরিবহণের আড়ালে মাদক ও অস্ত্রের চালান পাচার করার উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী রওয়ানা দিয়েছে।

পরে চেকপোস্ট পরিচালনা ও সন্দেহভাজন গাড়ি ও তার যাত্রীদের তল্লাশি শুরু করার এক পর্যায়ে তাদের পেয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us