পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হওয়ার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন বাবর আজম। নিজেকে ইমরান খানের ধাঁচে গড়ে তুলতে চান। আক্রমণাত্মক অধিনায়ক হওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমে নিজেকে আরও সাবলীল ও পরিশীলিত প্রমাণ করতে ইংরেজি শেখার কথাও বলেছেন। এমন কথাবার্তা আবার ভালো লাগেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'জ্ঞান বিতরণের অগ্রদূত' শোয়েব আখতার ও রশিদ লতিফের।
ক্রিকেট বা অন্য যেকোনো বিষয়েই কিছু দিন পরই আলোচনার জন্ম দেওয়া মন্তব্য করার অভ্যাস শোয়েব ও লতিফের। করোনাকালে এ দুজন যেন প্রাণপণ চেষ্টা করছিলেন প্রতিদিনই সংবাদ শিরোনাম হওয়ার। ব্যাটিংয়ে বিশ্বের সেরাদের কাতারে নাম লেখানো বাবর ইংরেজিতেও পারঙ্গম হতে চাইছেন, যেন দল ও নিজের কথা পরিস্কারভাবে সংবাদমাধ্যমে তুলে ধরা যায়। এমন প্রশংসনীয় উদ্যোগেও সমস্যা খুঁজে নিয়েছেন শোয়েব ও রশিদ লতিফ।
আখতারের ধারণা, সাবেক খেলোয়াড় তানভীর আহমদের কথামতো এভাবে ইংরেজিতে স্বচ্ছন্দ হতে চেয়ে নিজেকে খেলো করেছেন বাবর, 'বাবর ইমরান খানের মতো অধিনায়ক হতে চায় কিন্তু এর মানে এটা নয় যে সেটা শুধু ক্রিকেট খেলাতেই আটকে থাকবে। প্রধানমন্ত্রী ইমরানের কাছ থেকে ব্যাক্তিত্বও শিখতে হবে তাঁকে।