পরিচয় মিলল গাইবান্ধায় প্রাণ হারানো ১৩ জনের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ মে ২০২০, ১১:০০

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হন। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটলেও দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

তাৎক্ষণিভাবে নিহতদের নাম পরিচয় না পাওয়া গেলেও একে একে মিলতে থাকে তাদের পরিচয়। গণপরিবহন বন্ধ থাকায় তারা ওই ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন।

নিহতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার টেংরা কান্দর গ্রামের আব্দুস সামাদের ছেলে শামসুল আলম (৬০), একই গ্রামের সুমন মিয়ার ছেলে সোয়াইব (৭)। তারা সম্পর্কে দাদা-নাতি। ভাষার পাড়া গ্রামের ইমদাদ হকের ছেলে আব্দুল হান্নান (১৮), বড় আলমপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ইমরান (২২), শানেরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে ইসরাত ওরফে রেলা (৩৫), তার ছেলে আকাশ (১৫), ওই গ্রামের ফুল মিয়ার ছেলে ইছাহাক খান (১৪), ইচা খানের ছেলে আল আমিন (১৭), কাউনিয়া উপজেলার আব্দুল মতিনের ছেলে শরিফুল ইসলাম (২৫), ভাষারপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে হান্নান (১৮), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), কুরিগ্রাম জেলার উলিপুর থানার কপুরা গ্রামের মহিউদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মহসিন আলী ওরফে মোতালেব (২৩)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে ঝরল দুই জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ মাস, ১ সপ্তাহ আগে

সাতক্ষীরায় সড়কে ঝরল ৩ জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | সাতক্ষীরা সদর
১ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us