‘আরো বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিত ছিল’

ইত্তেফাক প্রকাশিত: ২২ মে ২০২০, ০৯:৩৫

বার্সেলোনার ইতিহাসে পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার চারটাই এসেছে শেষ ১৬ বছরে। যার সবগুলোতেই ছিল জাভি-মেসি-ইনিয়েস্তা ত্রয়ীর বড়ো অবদান। তবে আন্দ্রেস ইনিয়েস্তার অভিমত, মেসিকে সঙ্গে নিয়ে যে দলটা ছিল তাদের, তাতে আরো চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিত ছিল তাদের।

সম্প্রতি ওলেকে দেওয়া এক সাক্ষাত্কারে ইনিয়েস্তা বলেন, ‘বার্সেলোনার দলটা আর লিও যেখানে আছে, সেখানে বার্সেলোনার আরো বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা উচিত ছিল। তবে ফুটবল অবশ্য এমনই। আপনাকে এমন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় যাদেরও প্রতিভা আছে। আর তাই যখন আপনি কিছু জেতেন, পরিপূর্ণ স্বাদটা নেওয়া উচিত।’

সাক্ষাত্কারটিতে উঠে আসে মেসির আন্তর্জাতিক ফুটবলে শিরোপা না জেতার ব্যাপারটিও। এক্ষেত্রে কিছুটা হতাশা ঝরেছে ইনিয়েস্তার কণ্ঠে, ‘আর্জেন্টিনার কিছু দারুণ ফুটবলার আছে। তারা এমন এক দল যারা মহান খেলোয়াড়ের সূতিকাগার। আর এমন এক জন তাদের দলে আছে যিনি আমার মতে বিশ্বসেরা। তবুও তারা সফল হয়নি। জার্মানির বিপক্ষে তো তারা সূক্ষ্ম ব্যবধানে হেরেছিল!’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us