You have reached your daily news limit

Please log in to continue


করোনা নিয়ে এবার ‘ত্রিকোণ’ বাগযুদ্ধ

নভেল করোনভাইরাস নিয়ে চীনকে আড়াল করার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ব্যাপকভাবে বিঁধে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংস্থাকে একেবারে অনুদান বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। চীন-যুক্তরাষ্ট্রের চলমান করোনা বাদানুবাদের মধ্যে এবার পাল্টা জবাব দিয়ে ট্রাম্পকে বিঁধল রাশিয়া। দেশটি বলছে, আমেরিকা আর তাদের কিছু সঙ্গী দেশ করোনা নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে। এতদিন ধরে রাশিয়া অনেকটা এ বিষয়ে চুপ থাকলেও এবার চিন-আমেরিকা-রাশিয়া ‘ত্রিকোণ’ বাগযুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। করোনা মহামারির শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আক্রমণ করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাইরাস সংক্রমণের উৎসস্থল চীন হলেও দেশটি সেসব নিয়ে যাবতীয় তথ্য গোপন করে আসছে বলেই অভিযোগ তার। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও তিনি দুষছেন। তার দাবি, চীনকে মদদ দিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য কিছুদিন আগে ট্রাম্প এ-ও মনে করিয়ে দিয়েছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সবচেয়ে বেশি অঙ্কের অনুদান দিয়ে আসছে আমেরিকা। বৃহস্পতিবার তিনি সরাসরি চিঠি লেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস অ্যাডানম গেব্রিয়েসাসকে। চিঠির বিষয় নিয়ে পরে টুইটও করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন