চকোলেট দেয়ার কথা বলে শিশু সিফাতকে অপহরণ, উদ্ধার করল পুলিশ

চ্যানেল আই প্রকাশিত: ২১ মে ২০২০, ১৫:৩২

চকোলেট দেয়ার কথা বলে শিশু সিফাতকে অপহরণ, উদ্ধার করল পুলিশ অপরাধ- সেমি লিড - চ্যানেল আই অনলাইন ২১ মে, ২০২০ ১৫:৩২ রাজধানীর মগবাজার থেকে সিফাত (৪) নামের এক শিশুকে অপহরণের আট ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে ঢাকা মহানগরের হাতিরঝিল থানা পুলিশ।   বুধবার দুপুরে অপহরণ হওয়া শিশুকে রাতে পাটুরিয়া ফেরী ঘাট থেকে উদ্ধার করে পুলিশ। শিশু সিফাত জানান বাবার সহকারী ‘মিলন মামা’ দোকান থেকে চকোলেট কেনার কথা বলে তাকে নিয়ে যান।


তবে অপহরণকারী মিলনকে এখনও খুঁজে পায়নি পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জানা যায়, সিফাতের বাবা ফিরোজ হাওলাদার পেশায় রঙ মিস্ত্রি। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে হাতিরঝিল থানাধীন মগবাজার ভাড়া বাসায় থাকে। বড় ছেলের বয়স ১১ বছর। ছোট ছেলে সিফাতের বয়স ৪ বছর। করোনার সময়ে সরকারের সাধারণ ছুটি চলাকালীন তিনি বাসায়ই থাকছেন।


কোন কাজ না থাকায় পুলিশ, আত্মীয় স্বজন প্রতিবেশিদের সহযোগিতায় টুকটাক করে সংসার চালাচ্ছিলেন। বুধবার সকালে বাবা ফিরোজ হাওলাদার ঘুমিয়ে ছিলেন আর তার স্ত্রী রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। সিফাত বাসার সামনেই খেলা করছিল। বেলা সাড়ে এগারোটার দিকে সিফাত ঘরে ও আশেপাশে নেই দেখে চিৎকার শুরু করে তার মা। পুরো এলাকা ও আশপাশ খুঁজেও পাওয়া যাচ্ছিল না সিফাতকে। এরপর দুপুর দেড়টার দিকে সিফাতের বাবার মুঠোফোনে অজ্ঞাত ফোন থেকে জানানো হয় সিফাতকে অপহরণ করা হয়েছে। শিশু সিফাতকে মুক্ত করতে হলে লাগবে ৫০ হাজার টাকা। আর পুলিশকে যদি বিষয়টি জানানো হয় তবে শিশু ছেলের লাশ পাওয়া যাবে বলেও হুমকি দেওয়া হয়। কিন্তু ফিরোজ হাওলাদারের সংসারে তো চাল চুলোই নেই, কোথায় পাবে সে এতো টাকা। দ্রুত হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদকে বিষয়টি খুলে বলেন তিনি।


থানায় কথা শেষে ফিরোজ হাওলাদারের স্ত্রী যখন জানতে পারেন পরিবারের পক্ষ থেকে পুলিশে যোগাযোগ করা হয়েছে, তখন তিনি মুঠোফোন বন্ধ করে দেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, বিষয়টি জানার পর আমরা ফিরোজ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তার মুঠোফোন আমরা বন্ধ পাই। পরে পুরো ঘটনা তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার স্যারকে জানাই, তিনি সিফাতদের বাসা খুঁজে তার মা-বাবার সাথে যোগাযোগ করে অপহৃত সিফাত উদ্ধার না হওয়া পর্যন্ত বাসায় না ফেরার নির্দেশ দেন সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের।


বিজ্ঞাপন বিকাল প্রায় সাড়ে তিনটায় ফিরোজ হাওলাদারের বাসা খুঁজে পায় হাতিরঝিল থানা পুলিশ।সিফাতের বাবা মাকে সিফাতকে উদ্ধারের নিশ্চিয়তা দিয়ে সিফাতের দুই বছর বয়সী একটা ছবি নিয়ে অপারেশনে নামে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, পুলিশের পরামর্শে অপহরণকারীদের সাথে মোবাইলে মুক্তিপণের বিষয়ে নেগোসিয়েশন চালিয়ে যেতে থাকে ফিরোজ হাওলাদার।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে হাতিরঝিল থানার একটি দল শিশু সিফাতকে রাত ১১টা ৪০ ঘটিকায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে উদ্ধার করে। মুঠোফোনে কথোপকথন আর তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের তাড়া করে ডেমরা, মিরপুর, সাভার হয়ে রাত ১০টা ৫০ ঘটিকায় পাটুরিয়া ঘাটে পৌঁছায় হাতিরঝিল থানা পুলিশের দল। পুলিশের গাড়িতে বসিয়ে অপেক্ষার প্রহর গুণতে সিফাতের বাবা। তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পাশাপাশি ঈদ উপলক্ষ্যে সরকারী নির্দেশ উপেক্ষা করে গ্রামে ফিরতে উদগ্রীব মানুষে ভরা পাটুরিয়া ঘাট।

নৌযান চলাচল বন্ধ। সব কিছু উপেক্ষো করে দলটি দুভাগে ভাগ হয়ে খুঁজতে থাকে সিফাতকে। রাত ১১টা ৪০ মিনিটে পুলিশ একটি টং ঘরের দেয়াল ঘেষে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করে সিফাতকে। গাড়ি থেকে ডেকে আনা হয় তার বাবাকে। বাবাকে দেখে কোলে ঝাপিয়ে পড়ে কাঁদতে থাকে সিফাত। সেসময় সিফাত জানায়, ‘সে যখন বাসার বাইরে খেলছিল, তখন ‘মিলন মামা’ দোকান থেকে চকোলেট কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, মিলন কয়েক মাস যাবত সিফাতের বাবার সহকারী হিসেবে কাজ করছিল। বাসায় প্রায়ই আসতো।

মিলনকে মামা ডাকতো সিফাত। অপহরণকারী মিলন পলাতক থাকলেও তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। শেয়ার করুন: অপহরণমগবাজারশিশু সিফাতহাতিরঝিল থানা পুলিশ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us