মুখের ব্যাকটেরিয়া, টনসিলের সংক্রমণ, পাচনতন্ত্রের সমস্যা, শুকনো মুখ, ধূমপান, অনুপযুক্ত ব্রাশ করা এবং পেঁয়াজ বা রসুনের মতো নির্দিষ্ট খাবারের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। এটি বেশ বিব্রতকর এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়ার জন্য যথেষ্ট। মুখের দুর্গন্ধ নিয়ে সমস্যায় ভুগলে কীভাবে সমাধান করবেন? এর সমাধান আছে আপনার রান্নাঘরেই। এটা ঠিক, বেকিং সোডা আপনার মুখের অ্যাসিডের মাত্রা কমিয়ে দুর্গন্ধ থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে। দুর্গন্ধের জন্য এটি কীভাবে কাজ করে তা জেনে নিন-
বেকিং সোডা কি সত্যি মুখের দুর্গন্ধ রোধ করে?
- বেকিং সোডা মুখের উচ্চ অ্যাসিডিক স্তরকে কমিয়ে দেয় যা দুর্গন্ধের প্রধান কারণ।
- এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি মুখের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে।
- যেহেতু এটি অ্যাসিড নয় তাই এটি দাঁত, মাড়ি বা হাড়ের কোনো ক্ষতি করে না।