বাংলাদেশিদের সেবায় বাহরাইনে ‘প্রবাস বন্ধু কলসেন্টার’ চালু
প্রকাশিত: ২১ মে ২০২০, ০০:৩৫
বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শের জন্য চালু হলো ‘প্রবাস বন্ধু কলসেন্টার’। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কল সেন্টারের উদ্বোধন করেন। এ সময় ড. মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরত না পাঠানোর এবং দেশটিতে কেউ অবৈধ থাকলে তাদের বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রবাসীরা বাংলাদেশের সম্পদ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে বসে নির্বিঘ্নে চিকিসকদের কাছ থেকে সেবা নিতে পারবেন। অন্যান্য দেশেও এ সেবা চালু করা হবে। ড. মোমেন বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত করছে। বিশেষ করে করোনাভাইরাসের কারণে উদ্ভূত বর্তমান পরিস্থিতিকে আলোচনা ও যোগাযোগ রক্ষা করতে অত্যন্ত সহায়ক হচ্ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় প্রচেষ্টায়। তারা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুদূরপ্রসারী চিন্তা করেছিলেন বলেই আমরা এ সুবিধা পাচ্ছি।