আম্পানের দাপটে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া

এনটিভি প্রকাশিত: ২০ মে ২০২০, ১০:১৫

ঘূর্ণিঝড় আম্পানের দাপটে এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে বৃষ্টি। সেইসঙ্গে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। আজ বুধবার সকালেই পুরোদমে আছড়ে পড়তে প্রস্তুত রয়েছে এ শতকের প্রথম ‘সুপার সাইক্লোন’ আম্পান।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় আম্পান মারাত্মক শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের পূর্ব উপকূলের দিকে ক্রমেই এগিয়ে আসছে।

আজ দুপুর থেকে বিকেলের মধ্যে সুন্দরবনের নিকটবর্তী এলাকায় আম্পান আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আজ ভোর ৬টা নাগাদ ওডিশার পারাদ্বীপ থেকে ১৫৫ কিলোমিটার, দীঘা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে আম্পান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us