লকডাউনে মাস্ক না থাকায় রাস্তায় ফেলে পেটাল পুলিশ (ভিডিও)

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২০ মে ২০২০, ০০:০৯

প্রাণঘাতী করোনার কারণে ভারতে চলমান লকডাউন শুরুর পর থেকেই পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার নানা ছবি এসেছে গণমাধ্যমে। এবার তেমনই এক ভিডিওর দেখা মিলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তীব্র রোদে রাস্তায় দু'জন পরিযায়ী শ্রমিককে গড়াগড়ি খাওয়ালো ভারতের পুলিশ। এমনই নির্মম দৃশ্য দেখা গেছে উত্তরপ্রদেশের হাপুর জেলার এক রেল ক্রসিংয়ের কাছে।

ওই দুই পরিযায়ীর অপরাধ, তারা মুখে মাস্ক পরেননি। সম্পর্কিত খবর তালেবান বলছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, অবাক পাকিস্তানসীমান্তে জিরো পয়েন্টে ভারতীয় নাগরিকের মানবেতর অবস্থানভারতে করোনায় আক্রান্ত ১ লাখ ছাড়ালো, মৃত্যু ৩১৬৩ মাস্ক ছাড়া তাদের দেখতে পেয়েই চড়াও হয়ে উঠে পুলিশ। দেওয়া হয় কঠোর শাস্তি। রাস্তার এক প্রান্ত থেকে গড়াগড়ি খেতে খেতে অন্য প্রান্তে যেতে হবে। ভিডিওতে দেখা যায়, এক পুলিশ কর্মী তাদের দেখে চিৎকার করছেন। কাছে গিয়েই তাদের ব্যাটন দিয়ে মারছেন। আশপাশে দাঁড়ানো অনেককেই দেখা যায় ছবি বা ভিডিও তুলতে। কিন্তু কেউই কোনও প্রতিবাদ করেননি। বরং অনেককেই হাসতে ও মজা পেতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ-কর্মীকে তলব করা হয়।

পরে তদন্তের নির্দেশ দেন সিনিয়র পুলিশ আধিকারিকরা। এই অত্যাচারের ভিডিও আরও একবার প্রকট করে তুলল ভারতে লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের প্রবল সমস্যার দিকটি। এর আগে সোমবার উত্তরপ্রদেশের আমরোহায় দুই পরিযায়ী পুলিশকে দেখে দৌড়ে গঙ্গায় ঝাঁপ দে‌ন। তাদের মধ্যে একজন মারা গেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us